ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নম্বর ঘোপাল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঘোপাল গ্রামে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঐতিহ্যবাহী “আমান উল্ল্যাহ পাটোয়ারী বাড়ি”। তীব্র শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে আজ (১২ জানুয়ারি ২০২৬) গ্রামের দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আমান উল্ল্যাহ পাটোয়ারী বাড়ির সদস্যদের নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ পরিবারকে কম্বল ও গরম কাপড় দেওয়া হয়। বাড়ির আঙিনায় আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। তারা বলেন, “আমাদের মূল লক্ষ্য প্রতিবেশীদের পাশে থাকা। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। এক বৃদ্ধ বলেন, “এই কনকনে শীতে কম্বল পেয়ে অনেক উপকার হলো। আল্লাহ যেন দাতাদের মঙ্গল করেন।”