হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিতে ‘গোপালগঞ্জের মতো পরিস্থিতি’ সৃষ্টির হুমকির অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে শহরের এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জুলাই পদযাত্রা আয়োজন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল।
তার অভিযোগ কর্মসূচিকে কেন্দ্র করে এ হুমকি দিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা সাইদুর রহমান।
আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আমরা প্রতিটি বিষয় প্রশাসনকে অবহিত করেছি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়ে আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রয়োজনে অন্য জেলা থেকে পুলিশ আনার আশ্বাসও দিয়েছেন তিনি। এছাড়া জেলার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ হয়েছে। তাদের সর্বাত্মক সহযোগিতা পাওয়া যাবে।’
এসময় জুলাই পদযাত্রা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।