চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার বাংলাবাজার থেকে ছিন্নমূল ও সাধারণ সিএনজি চালকরা প্রতিনিয়ত চাঁদাবাজদের হাতে নিপীড়নের শিকার হচ্ছেন। অভিযোগ উঠেছে, নতুন কোনো সিএনজি চালক যদি ঐ লাইনে যুক্ত হতে চান, তাহলে তাকে দিতে হয় ২০-২৫ হাজার টাকা ‘লাইনে টোকেন ফ্রী’। এরপর প্রতি মাসে দিতে হয় ৭০০ টাকা চাঁদা আর প্রতিদিন আদায় করা হয় ৮০ টাকা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি চালক বলেন,
মুক্তার হোসেন নামে একজন এই চাঁদাবাজির নেতৃত্বে আছেন। তিনি নাকি একটা দলের নাম ভাঙিয়ে এসব আদায় করেন। কেউ প্রতিবাদ করলে হুমকি দেয়
এলাকাবাসী ও ভুক্তভোগী চালকদের অভিযোগ, প্রশাসন সব জেনেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে সাধারণ চালকেরা দিশেহারা হয়ে পড়েছেন এবং জীবিকা চালাতে হিমশিম খাচ্ছেন।
এলাকাবাসীর দাবি,
এই চাঁদাবাজ চক্রকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং সিএনজি চালকদের নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।
-