চট্টগ্রাম নগরীর ব্যস্ততম সড়ক অক্সিজেন থেকে পলিটেকনিক্যাল মোড় পর্যন্ত এখন যেন অবৈধ যানবাহনের রাজত্ব। দিন দিন বেড়েই চলছে ব্যাটারি চালিত অটো রিকশা ও গ্রাম সিএনজির অবাধ চলাচল। অথচ নগরীতে এগুলোর চলাচল স্পষ্টভাবে নিষিদ্ধ
সরেজমিন ঘুরে দেখা যায়
– অক্সিজেন মোড়ে খোদ সড়কের পাশে গ্রাম সিএনজির একটি স্থায়ী স্ট্যান্ড গড়ে উঠেছে।
– একটু সামনে বাংলাবাজার এলাকায় একই চিত্র — সিএনজি ও ব্যাটারি অটো রিকশার বিশৃঙ্খল অবস্থান।
– টেক্সটাইল মোড়ে দেখা যায়, সারি সারি গ্রাম সিএনজি সিরিয়াল করে রাখা, রাস্তার একপাশ কার্যত বন্ধ হয়ে গেছে।
– এরসঙ্গে বেপরোয়া ট্রাক পার্কিং যা দেখে মনে হবে এটি কোনও শোরুম
এখন প্রশ্ন হচ্ছে এতসব কিছু প্রশাসনের চোখের সামনে ঘটলেও উত্তর ট্রাফিক বিভাগের ভূমিকা কোথায়?
জনগণ বলছে:
“এসব অবৈধ স্ট্যান্ড, অটো ও ট্রাক পার্কিং কীভাবে এত সাহস করে রাস্তায় বসে থাকে? এর পেছনে কারা?”
সাধারণ পথচারী ও যাত্রীদের দুর্ভোগ:
– রাস্তা সংকুচিত হয়ে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা।
– শিক্ষার্থী ও নারীদের চলাচলে অসুবিধা।
– জরুরি গাড়ির চলাচলেও বিঘ্ন।
—ইমরান বিন ফোরকান, এনসিসি বাংলা, চট্টগ্রাম