চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী এলাকায় চাঁদা না দেওয়ায় রাফি আল মাসুদের ওপর সন্ত্রাসী হামলা
চট্টগ্রাম, ডিসেম্বর ২০২৫:
চট্টগ্রামের বাইজিদ বোস্তামী থানা এলাকায় চাঁদা না দেওয়ায় রাফি আল মাসুদ নামে এক ব্যবসায়ী ও এনসিসি বাংলা চ্যানেলের উপদেষ্টার ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী *উজ্জল*কে দায়ী করা হয়েছে।
রাফি আল মাসুদ বাইজিদ এলাকায় দীর্ঘদিন ধরে *রেন্ট-এ-কার ব্যবসার* সঙ্গে যুক্ত। অভিযোগ অনুযায়ী, সন্ত্রাসী উজ্জল তাঁর কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে। রাফি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উজ্জল ও তার সহযোগীরা অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়।
আহতের দাবি, এই ঘটনায় তিনি প্রাণনাশের হুমকিও পেয়েছেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে বাইজিদ বোস্তামী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয়দের অনেকে জানান, উজ্জল এলাকায় আগেও একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
।