1. live@nccbangla.com : NCC BANGLA : NCC BANGLA
  2. info@www.nccbangla.com : NCC BANGLA :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

পুর্ব  ছাগলনাইয়ার বিদ্যুৎ অফিসের থেকে ৫০ গজ দুরে সড়কে পাসে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী এলাকাবাসী

ইমাম হোসেন ইমন
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

পুর্ব  ছাগলনাইয়ার বিদ্যুৎ অফিসের থেকে ৫০ গজ দুরে সড়কে পাসে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী এলাকাবাসী

প্রতিবেদন: ইমাম হোসেন ইমন

ফেনীর পুর্ব  ছাগলনাইয়া বিদ্যুৎ অফিস থেকে ৫০ গজ দুরে পৌরসভার  ময়লা আবর্জনার স্তূপ। ওই এলাকার বাসাবাড়ির আবর্জনা চলাচলের মেইন সড়কে স্তূপ করে রাখা হয়। জমে থাকা এসব ময়লা আবর্জনার গন্ধ ছড়িয়েপড়ছে। এতে অতিষ্ঠ এলাকাবাসী, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ পথচারীরা। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি এখান পৃথিবীর ময়লা, যেন নির্দিষ্ট স্থানে ফেলা হয়  ছাগলনাইয়া পৌরসভা এলাকার শহীদ আবদুর রাজ্জাক সড়কের প্রধান ডাকঘর এলাকায় শতাধিক বাসাবাড়ি রয়েছে। এখানে কোন ডাস্টবিন না থাকায় এসব বাসাবাড়ির ময়লা-আবর্জনা সড়কের উপর ফেলা হয় । ফলে এসব ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ছে পুরো সড়কে। আর ময়লা থেকে পঁচা দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসার হাজারো শিক্ষার্থীসহ পথচারীরা এবং প্রধান ডাকঘরে সেবা নিতে আসা এবং পল্লী বিদ্যুৎ অফিসে সেবানিতে আশা ও  মানুষ যাতায়াত করে থাকেন। ফলে এসব আবর্জনার দুর্গন্ধে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে সরেজমিনে দেখা গেছে, সড়কটির দক্ষিণ পাশে জমে রয়েছে ময়লা-আবর্জনার পূর্ব ও পশ্চিম পাশে  পলিথিনের ব্যাগে ভরা। পলিথিনে থাকা ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ছে পুরো সড়কে। ছড়াচ্ছে তীব্র গন্ধও। সড়কটি অত্যন্ত ব্যস্ততম। শতশত যানবাহন প্রতিনিয়ত আসা যাওয়া করে। এ কারণে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে জমে থাকা ময়লা-আবর্জনা স্কয়ার  হাসপাতালের মুরাদ নামে  এক পথচারী জানান, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের পাশে জমে থাকা ময়লার ভাগাড় থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেক সময় নাক-মুখ বন্ধ করে চলাফেরা করতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসাবাড়ির মালিক বলেন, এখানে শতাধিক বাসাবাড়ি রয়েছে। কিন্তু ময়লা ফেলার জন্য কোনো ডাস্টবিন নেই। বাধ্য হয়ে বাসাবাড়ির উচ্ছিষ্ট এখানে ফেলা হচ্ছে। স্থায়ীভাবে এখানে একটি ডাস্টবিন নির্মাণ করা হলে উপকার হতো। তাহলে যত্রতত্র ময়লা ফেলা হতো না। কাউকে দুর্ভোগও পোহাতে হতো না। বিষয়টি সংশ্লিষ্টরা দেখবেন বলে আশা করছি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট