বেওয়ারিশ মানুষের কণ্ঠস্বর হয়ে সংসদে যেতে চান শওকত পিপিএম"
নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মানবতার যোদ্ধা
বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতালের প্রতিষ্ঠাতা জনাব শওকত পিপিএম এবার নোয়াখালী-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন তাঁর একমাত্র লক্ষ্য—"বাংলাদেশে সরকারিভাবে বেওয়ারিশ মানুষের জন্য হাসপাতাল স্থাপন।
শওকত বলেন,
আমি সংসদে যাব শুধু তাদের কথা বলার জন্য, যাদের কেউ নেই—বেওয়ারিশ মানুষদের জন্য
আমার স্বপ্ন—বাংলাদেশের প্রতিটি বিভাগে সরকারিভাবে বেওয়ারিশ হাসপাতাল হোক
যেখানে অনেকে রাজনীতি করে ক্ষমতার জন্য, সেখানে শওকত পিপিএম নেমেছেন নির্বল, নিঃস্ব ও পরিচয়হীন মানুষের জন্য