রাজধানী ঢাকার বাজারগুলোয় এখনও চালের দাম বাড়তি। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৬ টাকা পর্যন্ত। সবজির বাজারেও স্বস্তি নেই। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নগরীর বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে বাজারে মুরগি দামও বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। প্রতি কেজি সোনালি মুরগির ৩১০ থেকে ৩২০ এবং ব্রয়লার মুরগির কেজি রাখা হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা।