1. live@nccbangla.com : NCC BANGLA : NCC BANGLA
  2. info@www.nccbangla.com : NCC BANGLA :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

মিরসরাইয়ে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৬ জন গ্রেপ্তার

ইমাম হোসেন
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ১১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তৃতীয় লিঙ্গের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই উপজেলা সদরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহাসড়কে একটি চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশির সময় তৃতীয় লিঙ্গের ওই ছয়জন নেমে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয়।

ওসি বলেন, “তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় পাঁচজনের কোমর থেকে দুই হাজার করে মোট ১০ হাজার এবং ষষ্ঠজনের কোমর থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ট্যাবলেটগুলো স্কচটেপ দিয়ে তাদের কোমরে বাঁধা ছিল।”

গ্রেপ্তারদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি আতিকুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট