মিরসরাইয়ে দ্রুতগতির প্রাইভেটকার নি’য়’ন্ত্র’ণ হা’রি’য়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের নিচে ঢু’কে ঘটনাস্থলে বাবা-মেয়ে নি’হ’ত এবং আ’হ’ত হয়েছেন আরো ৪ জন। আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই দু’র্ঘ’ট’না ঘটে। নিহতরা হলেন বাবা গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা শিশু মুসকান। আ’হ’ত’রা হলেন নি’হ’ত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), স্বজন সাগর (৩০) ও গাড়ি চালক গিয়াস উদ্দিন (৩০)। নি’হ’ত এবং আ’হ’ত’রা সবাই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা। নি’হ’ত গোলাম সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে ঘুরতে বেরিয়েছিলেন। পুলিশ বলছেন, প্রাইভেটকারের চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন।
চেয়ারম্যান : সাজ্জাদুর রহমান
সম্পাদক : ইমাম হোসেন ইমন
ঠিকানা : বাসাবো বৌদ্ধ মন্দির হক সোসাইটি প্রজেক্ট রহমান ভিলা (২য় তলা)
যোগাযোগ :
01676983857 01632143642