<span;><span;>আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার দুপুরে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এক ঘনিষ্ঠ বন্ধু।
<span;>শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হিরো আলম পর্যবেক্ষণে রয়েছেন।’
<span;>হিরো আলমের অবস্থা আশঙ্কাজনক কি না– এ প্রশ্নের জবাবে ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ‘ঘুমের ওষুধের প্রভাবে তিনি কিছুটা অস্বাভাবিক রয়েছেন। তার চিকিৎসা চলছে।’
<span;>স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশি মডেল ও অভিনেতা হিরো আলম গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে ধুনট উপজেলার যমুনা নদীর উপকূল সংলগ্ন ভান্ডারবাড়ি গ্রামে তার বন্ধু জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় দুই বন্ধুর মধ্যে হিরো আলমের স্ত্রী রিয়া মনিকে নিয়ে অনেক আলোচনা হয়। এক পর্যায়ে রাত গভীর হলে দুই বন্ধু পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন। আজ শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে হিরো আলমকে ঘুম থেকে ডাকলে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি।
<span;>জাহিদ হাসান সাগর বলেন, ‘একই ঘরে থাকায় হিরোকে ঘুম থেকে তুলতে অনেকবার ডাকাডাকি করা হয়। তখন তার বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখা যায়।’
<span;>পরে অচেতন হিরো আলমকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন বন্ধু জাহিদ হাসান সাগর। কিছুটা শঙ্কামুক্ত হলে ১২টার দিকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। www.nccbangla.com