1. live@nccbangla.com : NCC BANGLA : NCC BANGLA
  2. info@www.nccbangla.com : NCC BANGLA :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

পাটগ্রাম থানায় হামলা-ভাঙচুর মামলায় তিন দিনে গ্রেপ্তার ১৪

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা-ভাঙচুর ও হাতিবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় হাতিবান্ধা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরনবী কাজলসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত তিন দিনে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী।

এর আগে বুধবার বিকেলে পাটগ্রামে একটি পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। পরে রাতেই একদল দুষ্কৃতিকারী পাটগ্রাম থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে এবং কারাদণ্ডপ্রাপ্ত ওই দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার পর বৃহস্পতিবার দিনভর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বৃহস্পতিবার রাতে পাটগ্রাম থানায় ২৭ জনকে শনাক্ত করে নামীয় আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। একই সময় হাতিবান্ধা থানায় ২৭ জন নামীয় ও অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার পাটগ্রামে চারজন, শুক্রবার পাটগ্রামে তিনজন, হাতিবান্ধায় দুইজন ও সর্বশেষ গতকাল শনিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত দুই থানায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, দুষ্কৃতকারীরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

পাটগ্রাম থানায় হামলা-ভাঙচুর মামলায় তিন দিনে গ্রেপ্তার ১৪

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা-ভাঙচুর ও হাতিবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় হাতিবান্ধা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরনবী কাজলসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত তিন দিনে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী।

এর আগে বুধবার বিকেলে পাটগ্রামে একটি পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। পরে রাতেই একদল দুষ্কৃতিকারী পাটগ্রাম থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে এবং কারাদণ্ডপ্রাপ্ত ওই দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার পর বৃহস্পতিবার দিনভর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বৃহস্পতিবার রাতে পাটগ্রাম থানায় ২৭ জনকে শনাক্ত করে নামীয় আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। একই সময় হাতিবান্ধা থানায় ২৭ জন নামীয় ও অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার পাটগ্রামে চারজন, শুক্রবার পাটগ্রামে তিনজন, হাতিবান্ধায় দুইজন ও সর্বশেষ গতকাল শনিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত দুই থানায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, দুষ্কৃতকারীরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

অন্যদিকে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানান, পাটগ্রাম থানা অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে সেখানে উদ্ধার করতে যাওয়ার জন্য বের হলে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

এদিকে ঘটনার পর থেকে পাটগ্রামে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাটগ্রাম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। অপর দিকে এ ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে শুক্রবার দুপুরে পাটগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট