1. live@nccbangla.com : NCC BANGLA : NCC BANGLA
  2. info@www.nccbangla.com : NCC BANGLA :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ফটিকছড়িতে ১২ বছরের কিশোরী নিখোঁজ

সাজ্জাদুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

ফটিকছড়িতে ১২ বছরের কিশোরী নিখোঁজ
“””””””””””””””
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজার এলাকা থেকে সামিরা (১২) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ সামিরার পিতা আবছার বিবিরহাট বাজারের একজন ব্যবসায়ী। পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যার সময় বাবার ব্যবসা প্রতিষ্ঠান (বাস স্টেশনসংলগ্ন দোকান) থেকে সামিরাকে একটি প্রয়োজনীয় কাজের জন্য বাজারের ভেতরে পাঠানো হয়। কিন্তু দীর্ঘ সময় পরও সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ সামিরার বয়স ১২ বছর। তার পিতা আবছার বিবিরহাট বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী। তাদের বাড়ি বিবিরহাট এলাকাতেই।

এ বিষয়ে সামিরার মামা জানান, “আমরা ইতোমধ্যে আত্মীয়স্বজন, পরিচিতজন ও আশপাশের বাজার এলাকায় খোঁজ করেছি। কিন্তু কোথাও সামিরার হদিস পাইনি। খুব উদ্বিগ্ন অবস্থায় আছি।

এদিকে মেয়েটিকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ সামিরার কোনো খোঁজ পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:
📞 যোগাযোগ: 01815634228 (সামিরার মামা)
পরিবার ও স্বজনরা মেয়েটির দ্রুত সন্ধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ইনবক্স থেকে 🙏

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট