1. live@nccbangla.com : NCC BANGLA : NCC BANGLA
  2. info@www.nccbangla.com : NCC BANGLA :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

আনোয়ারা চট্টগ্রাম সম্প্রতি আনোয়ারা এক্সপ্রেস নামে একটি ফেসবুক পেজ বিভিন্ন সময়ে স্থানীয় জনগণের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে

ইমাম হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

আনোয়ারা চট্টগ্রাম সম্প্রতি আনোয়ারা এক্সপ্রেস নামে একটি ফেসবুক পেজ বিভিন্ন সময়ে স্থানীয় জনগণের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ ঘটনায়, এডি হাবিব নামে এক সুনামধন্য তরুণ ব্যবসায়ীর ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানো হয়েছে এই পেজ থেকে।

এডি হাবিব দীর্ঘদিন ধরে সৎ ও সম্মানজনকভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু উক্ত পেজে তার নামে অপপ্রচার চালিয়ে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখযোগ্য যে, “আনোয়ারা এক্সপ্রেস” পেজের প্রকৃত অ্যাডমিন বা পরিচালকের পরিচয় এখনো জানা যায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত এই পেজের মালিকের পরিচয় শনাক্ত করে তাকে আইনের আওতায় আনা হোক এবং এ ধরনের মিথ্যা প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

এলাকাবাসী ও ভুক্তভোগী পক্ষ সংশ্লিষ্ট প্রশাসন ও সাইবার ক্রাইম ইউনিটের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট