1. live@nccbangla.com : NCC BANGLA : NCC BANGLA
  2. info@www.nccbangla.com : NCC BANGLA :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

চট্টগ্রামে যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

চনিজস্ব প্রতিবেদক 

ট্টগ্রাম নগরীর বন্দর থানার বড়পুল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বিশ্ব রাজ দেব (৩১) ও মো. নুর আলম (৩০)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গত ১৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতা আসিফ মাহমুদের ব্যানারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী বন্দর থানার বড়পুল মোড়ের দক্ষিণ পাশে পোর্ট কানেক্টিং রোডে সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে।

রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জনসাধারণের ক্ষতি করার উদ্দেশ্যে মশাল, লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে সমবেত হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ব রাজ দেব ও নুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট