1. live@nccbangla.com : NCC BANGLA : NCC BANGLA
  2. info@www.nccbangla.com : NCC BANGLA :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে তিন দিনব্যাপী মানসিক কাউন্সেলিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান রাইটস

চট্টগ্রাম প্রতিনিধি আসাদ চৌধুরী ফাজ্জা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

মানসিক কাউন্সেলিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

 

নিউজ ডেস্ক, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে তিন দিনব্যাপী মানসিক কাউন্সেলিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (HRDC)-এর আয়োজনে এবং ডেনমার্ক সরকারের আর্থিক সহায়তায়, জুলাই মাসে ট্রমাটাইজড (মানসিকভাবে আঘাতপ্রাপ্ত) ব্যক্তিদের জন্য বেসিক কাউন্সেলিং বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালায় ছাত্র ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন এইচআরডিসির পরিচালক ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জিয়ানুর কবির।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে অভিজ্ঞতা শেয়ার করেন তাজরিন জাহান প্রমা, আহত জুলাইযোদ্ধা মোহাম্মদ তাজিমুদ্দিন এবং আহত জুলাইযোদ্ধা মো. ফরহাদ হোসেন।

সোমবার (১৫ই ডিসেম্বর) উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এইচআরডিসির পরিচালক ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জিয়ানুর কবির-এর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ❝ট্রমায় আক্রান্ত মানুষের মানসিক পুনর্বাসনে প্রশিক্ষিত কাউন্সেলরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।❞

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইকোলজিস্ট মোহিনী সংগীতা সিংহ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাইকোলজিস্ট সানজিদা নাসরিন, হুমায়রা আক্তার, শারমিন সুলতানা এনিসহ বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট