1. live@nccbangla.com : NCC BANGLA : NCC BANGLA
  2. info@www.nccbangla.com : NCC BANGLA :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

ছাগলনাইয়ায় তরমুজ চাষিদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ ভয়ে মুখ খুলতে পারছেন না চাষিরা

সাজ্জাদুর রহমান
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
Oplus_131072

ছাগলনাইয়ায় তরমুজ চাষিদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ
ভয়ে মুখ খুলতে পারছেন না চাষিরা

প্রতিবেদন  সাজ্জাদুর রহমান

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন ও ১০ নং গোপাল ইউনিয়নে তরমুজ চাষিদের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে তরমুজের গাছ কেটে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে জানান একাধিক চাষি। তবে চাঁদাবাজদের ভয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তরমুজ চাষি জানান, চলতি মৌসুমে তারা ব্যাপক আশায় তরমুজ চাষ করেছেন। বর্তমানে দুই ইউনিয়ন মিলিয়ে প্রায় ১৫০ কানি জমিতে তরমুজের চাষ করা হয়েছে। কিন্তু মাঠে তরমুজ গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গেই একটি চক্র চাষিদের কাছে চাঁদা দাবি শুরু করে।
চাষিরা বলেন, “আমাদের বলা হচ্ছে—চাঁদা না দিলে রাতে এসে তরমুজের গাছ কেটে দেওয়া হবে। আমরা গরিব মানুষ, ধারদেনা করে চাষ করেছি। ফসল নষ্ট হলে পরিবার নিয়ে পথে বসতে হবে।”
স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজদের ভয়ে অনেক চাষি প্রশাসনের কাছেও অভিযোগ করতে পারছেন না। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দাবি জানান, তরমুজ চাষিদের নিরাপত্তা নিশ্চিত করা ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে চাষিরা নির্বিঘ্নে তাদের ফসল ঘরে তুলতে পারেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট